July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সাত সকালে মালবাজার শহরে বাইসনের হানা

সাত সকালে মালবাজার শহরে বাইসনের হানা। শুক্রবার সকালে মালবাজার শহরের নিচ কলোনি তে প্রকান্ড একটি বাইসন ঢুকে পড়ে। একজনকে গুঁতিয়ে জখম করেছে বলে জানা যায়। পরবর্তীতে ঐ মহিলার মৃত্যু হয়।মুহুর্তে এলাকায় বাইসনের আতঙ্ক দানা বাধে। যেখানে সেখানে ছুটাছুটি করে বাইসনটি। শেষ খবর পাওয়া মাত্র বাইসনের আক্রমনে মৃত্যু হয়েছে এক মহিলার।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বন দপ্তরের কর্মীরা।তারা বাইসনটিকে ট্যাঙ্কুলাইস করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।