লকডাউন পরিস্থিতিতে ভয়াবহ আগুনের কবলে কলকাতার এক বহুতল৷ সোমবার সকাল দশটা নাগাদ ভবানীপুরের একটি বহুতলে আগুন লাগে৷ খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরো পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে৷ ১০টি দমকলের ইঞ্জিন এর মাধ্যমে প্রায় আড়াই ঘন্টা তো পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি৷ বহুতলের 17 তলায় আগুন লাগায় অতিরিক্ত উচ্চতার জন্য হাইড্রোলিক ল্যাডার দিয়ে আগুন নেভানো হয়৷ এদিন সকালে ভবানীপুরে বহুতলে আগুন লাগার পর সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ তা থেকে অনুমান করা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে, আবার অনেকের মতে শর্ট সার্কিটের ফলেই হয়তো বহুতলে আগুন লেগেছে৷ বিস্ফোরণের পরই ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক৷ আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিচের তলাতেও ছড়িয়ে পড়ে৷ তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি৷ দমকল সূত্রে জানা গিয়েছে, আবাসনের বাসিন্দাদের নিরাপদে নিচে নামানো হয়েছে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই৷ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷