সাউথ পয়েন্ট স্কুলে ফি বৃদ্ধির দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ অভিভাবকেরা। অবিভাবকেরা জানিয়েছেন ইতিমধ্যেই স্কুলের ফি ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। সেই নিয়ে হাজরা রোডে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এদিন সকালে মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে যান অবিভাবকরা। তারা বলেন প্রতিবছর স্কুলের ফ্রী বৃদ্ধি হচ্ছে। অবিভাবকদের সঙ্গে কথা না বলেই স্কুল ফ্রী বৃদ্ধি করছে। পাশাপাশি অবিভাবকরা জানান, তারা স্কুল কর্তৃপক্ষ্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে অনেক, কিন্তু কথা বলা সম্ভব হয়নি। সেই কারনে বাধ্য হয়েই বিগত কয়েকদিন ধরে স্কুলের সামনে আন্দোলন করে অবিভাবকেরা। শেষ পর্যন্ত কাজ না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রীর দারস্থ হয়েছেন বলে জানিয়েছেন অবিভাবকরা।