July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সাইকেলের ধাক্কা লাগায় বচসার জেরে গণপিটুনিতে মৃত্যু ১, ঘটনায় পলাতক অভিযুক্তরা

সাইকেল নিয়ে যাওয়ার সময় দুই মহিলার গায়ে ধাক্কা লাগায় গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিশরপাড়ার উত্তর সপ্তগ্রাম এলাকায়। সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি শনিবার বিকাশ মাঝি তাঁর ছেলে ধ্রুবকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেইসময় বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন পিয়ালি দাস ও সুমিতা মাঝি নামে দুই মহিলা। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁদেরকে রাস্তা ছেড়ে দাঁড়ানোর জন্য সতর্ক করতে সাইকেলে বেল বাজান বিকাশ। কিন্তু গল্পে মশগুল থাকায় সেই শব্দ শুনতে পাননি ওই দুই মহিলা। তাঁদের পাশ কাটাতে গিয়ে দুই মহিলার গায়ে সাইকেলের ধাক্কা লাগে। আর তা নিয়ে দুই মহিলার সঙ্গে বচসা বেঁধে যায়। অভিযোগ, এরপরই পিয়ালি দাস তাঁর স্বামী সুজয় দাসকে ডেকে আনেন। তিনজনের সঙ্গে বিকাশের কথা কাটাকাটি শুরু হয়। এরপরই তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে অভিযুক্ত তিনজন। সেই সময় বিকাশের ছেলে ধ্রুব ছুটে গিয়ে বাড়ি থেকে বিকাশের স্ত্রী ও প্রতিবেশীদের ডেকে আনে। এরপর তাঁকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার দিন থেকে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষমেষ শুক্রবার সকালে মৃত্যু হয় বিকাশের। বিকাশের মৃত্যুর পরই অভিযুক্তদের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবার সহ স্থানীয়রা। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে নিমতা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও অভিযুক্ত তিনজনই ফেরার রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।