March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সর্বচ্চ মৃত্যুর কোটা পেরল ভারত, ২৪ ঘন্টায় করোনার বলি ৫১

দিন দিন দেশে বিপদসীমার দিকে যাচ্ছে নভেলকরোনা ভাইরাসের মারন সংক্রমণ। প্রতিদিন কিছু কিছু করে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার এই প্রথম একদিনে মৃত্যুর কোটা ৫০ পেরল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১ জন করোনা-আক্রান্ত মারা গিয়েছেন। মৃতের সংখ্যার পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে সংক্রমিতের সংখ্যাও। এই মুহূর্তে দেশে মোট ৯ হাজার ৩৫২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ২৪ ঘণ্টায় আরও ৯০৫ জনের দেহে সংক্রমণ ঘটেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩২৪ জনের। এর মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৩৫ জন। পাশাপাশি, এই প্রথম নাগাল্যান্ডে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এত উদ্বেগের মধ্যে স্বস্তির খবর এই যে শতাংশের হিসেবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘোরাফেরা করছে গড়ে ১২ শতাংশের আশপাশে। এই পরিস্থিতি ঠেকাতে দেশে চলছে লক ডাউন। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বদ্ধপরিকর দেশ ও রাজ্যের প্রশাসন। সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।