May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

সরস্বতী পুজোর উদ্বোধন থেকে ফেরার সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা অঙ্কুশ হাজরা

সরস্বতী পুজোর উদ্বোধন থেকে ফেরার সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার মেদিনীপুরে সরস্বতী পুজোর উদ্বোধনের জন্য গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই রাতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি ঘটে সাঁকরাইল থানা এলাকার জাতীয় সড়কে। কোলাঘাট থেকে ধুলাগড় টোলপ্লাজার ঠিক মাঝামাঝি একটি জায়গা দিয়ে যখন জাতীয় সড়ক ধরে তাঁর গাড়ি চলছে, ঠিক তখনই এক মদ্যপ ট্রাক চালক এসে তাঁর এসইউভিতে ধাক্কা মারে। এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়ির সামনের দিক। জানা গিয়েছে, এই দুর্ঘটনার বিষয় পুলিশের গাফিলতর দিকে অভিযোগ তুলেছেন অভিনেতা।

ঘটনার পর থানায় যায় অভিনেতা আঙ্কুশ হাজরা। কিন্তু কোনওরকম লাভই হয়নি। পুলিশ তখন অভিযোগ দায়ের না করে অভিনেতার কাছ থেকে প্রমাণ চাইতে ব্যস্ত, এমনটাই দাবি করেছেন অঙ্কুশ হাজরা। এরপর বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেতা। অভিনেতা জানান, ৯০ শতাংশ লরিচালক মদ্যপ অবস্থায় দায়িত্ব জ্ঞানহীন ভাবে গাড়ি চালান। এই সমস্ত চালকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন অঙ্কুশ।