নিজস্ব প্রতিনিধি বালুরঘাট ; করোনা নিয়ে লকডাউনের জেরে সরকারি স্তরে রেশন দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলল দক্ষিন দিনাজপুর জেলা বামফ্রন্ট। লকডাউন এর মধ্যে সোসাল ডিসটেন্স উপেক্ষা করেই বামেরা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে গলায় পোস্টার টাংগিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নিরবে বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ আগে থেকেই জেলা শাসককের দফতরের সামনে মজুত থাকায় তারা বাম নেতাদের জেলা শাসকের দফতরের বাইরেই আটকে দেয়। পরে প্রাক্তন মন্ত্রী তথা বালুরঘাটের বিধায়ক বর্ষিয়ান আর এস পি নেতা বিশ্বনাথ চৌধুরীর নেতৃত্বে বাম দলগুলির এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে এই বিষয়ে তাদের স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে। তবে লকডাউন চলায় পুলিশ বাম নেতৃত্বের এই বিক্ষোভ চলতে দেয়নি।