September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সরকারি প্রকল্পের বাড়ি ও একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ধুন্দুমার

সরকারি প্রকল্পের বাড়ি ও একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ , ভিড় হঠাতে পুলিশের লাঠিচার্জ,আহত বেশ কয়েকজন পুলিশ ও স্থানীয় গ্রামবাসী।
সরকারি প্রকল্পের বাড়ি ও একশো দিনের প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের হলুদকানালি গ্রাম।উত্তেজিত গ্রামবাসীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে । এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের চেহারা নেয় । পরে খাতড়ার এস ডিপিও বিবেক বর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি প্রকল্পের বাড়ি ও একশো দিনের কাজে স্থানীয় তৃণমূল পরিচালিত হলুদকানালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও বঞ্চনার অভিযোগ তুলে এদিন হলুদকানালি গ্রাম পঞ্চায়েতে হাজির হন স্থানীয় ঘোড়াধরা , পুয়াদা , পূর্নাপানি সহ বিভিন্ন গ্রামের মানুষজন। তারা পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।বিক্ষোভকারীদের মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি । বিক্ষোভকারীদের অভিযোগ ক্ষমতার সুযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা একই ব্যাক্তিকে বারবার সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার পাশাপাশি একই পুকুরে বারবার একশো দিনের কাজ করাচ্ছেন । বিক্ষোভকারীরা পঞ্চায়েতে অভিযোগ জানাতে গেলে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান তাঁদের প্রতি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ । এরপরই বিক্ষোভকারী গ্রামবাসীরা আরো উত্তেজিত হয়ে পড়েন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । পুলিশ লাঠিচার্জ করলে এলাকার মানুষ দ্বিগুন উত্তেজিত হয়ে লাঠি সোঁটা নিয়ে পালটা পুলিশকে তাড়া করলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । এই ঘটনায় কয়েকজন গ্রামবাসী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন । এরপর খাতড়ার এস ডিপিও বিবেক বর্মার এতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । হলুদকানালি গ্রাম পঞ্চায়েত প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নিতির অভিযোগ অস্বিকার করেছেন।