সরকার নির্দেশ মতো হার্ডওয়ারের দোকান খোলার । কিন্তু কোচবিহার এ দু একটা দোকান ছাড়া দেখা দেখা গেলো না । তবে যে দু একটা হার্ডওয়ার এর দোকান খোলা দেখা গেলেও দোকান মালিকের কপালে চিন্তার ভাঁজ । ব্যাবসায়ী মৃণাল কান্তি সাহা বলেন এতদিন পর দোকান টা খুলতে পরেছি এটাই অনেক । তবে সকাল থেকে খুলে রাখলেও খরিদ্দার দেখা যায় নি সেরকম । গ্রিনজনে থাকা কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে বেশ কিছু বেশ ভিড় লক্ষ্য করা গেছে আজ অনেক টাই স্বাভাবিক ।