November 9, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সরকারি আবাসনে কয়ারেন্টিন ক্যাম্প, বিক্ষোভ আবাসিকদের

করোনা পরিস্থিতির মোকাবিলায় একাধিক কর্মসূচী গ্রহণ করেছে রাজ্য সরকার। রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দিতে বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী কয়ারেন্টাইন ক্যাম্প। কিন্তু এবার শহরের এক সরকারি আবাসনে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করছেন সেখানকার বাসিন্দারা কিন্তু হঠাৎই সেই কোয়ার্টারকে করে দেওয়া হয়েছে করোনার কোয়ারেন্টাইন সেন্টার। প্রায় ২৫০ জন বাসিন্দা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এর পরেই স্থানীয় তিলজলা থানাকে বিষয়টি জানালেও পুলিশের পক্ষথেকে কোনও রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ আবাসনের বাসিন্দাদের।