বলিউডে চর্চিত কাপল টাইগার শ্রফ এবং দিশা পাটানি | তবে সূত্রের খবর টাইগার ও দিশা বর্তমানে একসঙ্গে নেই | তাদের মধ্যে কি নিয়ে মনোমালিন্য তা এখনো জানা যায়নি |
দীর্ঘ ছয় বছরের সম্পর্কে রয়েছেন তারা । তবে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি | অন্যদিকে, ডিনার ডেট থেকে শুরু করে একসঙ্গে ছুটি কাটানোর ছবি দেখা গিয়েছে তাদের । নানান সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা সামনে এসেছে | এই জুটিকে বেশ পছন্দ করেন ফ্যানেরা |
তবে এবার শোনা যাচ্ছে এবছরের শুরুতেই সম্পর্কের ইতি টেনেছেন তারা | ২০১৭ সাল থেকে একে অপরের প্রেমে পড়েছিলেন দিশা ও টাইগার |২০১৮ সালে তাদেরকে একসঙ্গে দেখা যায় বাঘী টু ছবিতে | তবে এবার এই সুপারহিট জুটের ভাঙ্গনের খবর এ গুঞ্জন ছড়িয়েছে নেটিজেন্ডদের মধ্যে |
More Stories
অসুস্থ অভিনেতা অঙ্কুশ হাজরা
দীপিকা রণবীরের ঘরে আসছে নতুন অতিথি
কাঞ্চন মল্লিকের ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়