December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সম্পত্তির দিক থেকে কতটা এগিয়ে অরিজিৎ সিং!

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের প্রাণ অরিজিৎ সিং | সেই অরিজিৎ কিন্তু একেবারেই মাটির মানুষ। ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। কিন্তু জানেন কি সম্পত্তির হিসেবে অনেকটা টেক্কা দিতে পারেন অরিজিৎ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ে অরিজিতের রয়েছে ৪ টি ফ্ল্যাট। যার মূল্য প্রায় ৯ কোটি টাকা। তবে শুধুই ফ্ল্যাট নয়। অরিজিতের (Arijit Singh) গ্য়ারেজে রয়েছে সব বিলাসবহুল গাড়ি। রয়েছে, একটি রেঞ্জ রোভার ভোগ, একটি হামার এইচ ৩, একটি মার্সিডিজ বেঞ্জ। একই সূত্র থেকে জানা গিয়েছে, দেশের এক নম্বর এই গায়কের বার্ষিক আয় ৭২ কোটি এবং মাসিক আয় ৬ কোটি টাকা। ফোর্বসের একটি তালিকা অনুসারে, অরিজিৎ ২০১৯ সালে ৭১ কোটি আয় করেছিলেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বতে’ গান দিয়ে। এরপর একে একে সাংহাই-এর ‘দুয়া’। তবে ২০১৩ সালে আশিকি ২ -এর ‘তুম হি হো’ এবং ‘চাহু ম্যায় না’ গান গেয়ে রীতিমতো হইচই ফেলে দেন অরিজিৎ। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অরিজিতের গান মানেই সুপারহিট। যার ঝুলিতে এত পুরস্কার। ফ্যানদের ভালোবাসা, তিনি কিন্তু একেবারেই সাদাসিধে |