July 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সমুদ্র সৈকতে নুসরাত

শীত পেরিয়ে বসন্তের আগমন | আর বসন্তের শুরুতেই বিকিনি পড়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেল অভিনেত্রী নুসরাতকে | অভিনেত্রী সমুদ্র সৈকতের কয়েকটি ছবি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম থেকে | সেখানে দেখা গিয়েছে হলুদ টু পিস এর উপর স্টাইলিশ নেটের শ্রাগ এবং রোদ চশমা পড়ে নুসরাত ঘুরছেন সমুদ্রসৈকতে |

আর সেই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় | তবে এই ছবিগুলো এখনি তোলা নয় | মাস দুয়েক আগে নতুন বছরের শুরুতেই জশ এর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন নুসরাত, সেই সময় অনেক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় | কিন্তু সেই সময় বিকিনির ছবিগুলো তিনি পোস্ট করেনি | অবশেষে এখন সেই ছবিগুলো পোস্ট করে নেটিজেনদের মন জিতে নেন |