September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সমাবর্তন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের পারদ আরও চড়ল

সমাবর্তন ইস্যুতে কর্তব্যে গাফিলতির অভিযোগে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো-কজ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শো-কজ করা হবে। শুধু শো-কজ নয়, তাঁকে অপসারণ করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে। সঙ্গে এটাও জানানো হয়েছে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় ও উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি মণীশ জৈনকে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের আমন্ত্রণপত্রে নাম না থাকাকে কেন্দ্র করে বুধবার টুইটারে রাজ্যপাল লেখেন, “১৪ ফেব্রুয়ারি কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্র নাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মনকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছে। আচার্য, যাঁর সভাপতি হওয়ার কথা, তাঁকেই জানানো হয়নি! এ আমরা কোথায় যাচ্ছি!”