সোমবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি।জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমে যায়।জুন মাসের শুরতেই বর্শা প্রবেশ করলেও কিন্তুু মাসের মাঝামাঝিতে বর্শার মরশুম লখ্য করা গেলো গত দুএকদিনের বৃষ্টিতে।তবে সোমবার সপ্তাহের প্রথম দিনে সাত সকালের এই টানা বৃষ্টিতে সাধারণ মানুষ অসুবিধার মধ্যেই যাতায়াত করছেন।এই এক টানা বৃষ্টির কারনে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন জলপাইগুড়ি বাসি।