রবিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূলে যোগ দিলেন ২০০০ বিজেপি সমর্থক। সূত্রের খবর, তৃণমূলে যোগদানের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, সন্দেশখালি ব্লক তৃণমূল সভাপতি শেখ শাজাহান-সহ এলাকার অন্যান্য নেতারা।
এছাড়া এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন ওইসব বিজেপি সমর্থকরা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন সন্দেশখালি বিধানসভার মণিপুর অঞ্চল বিজেপির মণ্ডল সভাপতি অসীম মণ্ডল। তবে এবিষয়ে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এনআরসি ও সিএএ অনেকটাই চাপে ফেলতে পারে গেরুয়া শিবিরকে।