July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সন্তানের জন্য দুধ কিনতে বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম এক ব্যক্তি

করোনা মোকাবিলায় দেশবাসীকে সতর্ক করতে নানা পদক্ষেপ নিয়েছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ অন্যদিকে রাজ্যের লকডাউন সফল করতে সচেষ্ট সাধারণ মানুষ৷এই পরিস্থিতিকে যথেষ্টভাবে সায় জানিয়েছেন সাধারণ মানুষ৷ তবে এই লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে৷ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি তার সন্তানের জন্য দুধ কিনতে বেরিয়েছিলেন সেই সময় রাস্তা ফাঁকা করার জন্য লাঠি চালায় পুলিশ আর ঠিক সেই সময় আচমকাই পুলিশের লাঠির আঘাতে জখম হন ওই ব্যক্তি৷ বছর ৩২ বয়সী ওই যুবকের নাম লাল৷ ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইলের বাণীপুর এলাকায়৷ এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷তবে ঘটনার দায় অস্বীকার করেছে পুলিশ, পুলিশের পাল্টা দাবি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই যুবক৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃত যুবকের স্ত্রী৷