দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বিদেশি নাগরিক-সহ দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৮। এরকম এক অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগীকে ফেরাতে পারবে না সরকারি-বেসরকারি কোনও হাসপাতাল। অন্যদিকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিহ্নিত করার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর)। সেখানে বলা হয়েছে সন্দেহজনক আক্রান্তদের সন্দেহ হওয়ার পর পঞ্চম ও ১৪ দিনের মধ্যে পরীক্ষা করতে হবে। পাশাপাশি করোনা রোধে কড়া হচ্ছে কেন্দ্র, নির্দেশ না মানলে এবার হতে পারে ছ’মাসের জেল। বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারী আইন অনুযায়ী এই সময় কেন্দ্রীয় সরকারে কড়া ব্যবস্থা নিতে পারে। এবার সরকারি নির্দেশ না মানলে শাস্তি ভোগ করতে হতে পারে। জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। হোম কোয়ারান্টিনের নির্দেশ না মানলে হতে পারে ছমাসের জেল। সেইসঙ্গে এক হাজার টাকা আর্থিক জরিমানাও দিতে হতে পারে। বিদেশফেরত বা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সরকারি নির্দেশ মেনে চলতে হবে। সতর্কতা না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।