July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সকাল ৮টা থেকে দিল্লির ৭০ বিধানসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

দিল্লির ৭০টি বিধানসভা আসনে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস এই তিন দলের ত্রিমুখী লড়াই রাজধানিতে। লড়াইটা মূলত নরেন্দ্র মোদী-অমিত শাহের বিজেপি বনাম অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-র মধ্যে।
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির বিক্ষোভের মাঝে ৭০ টি আসনের দিল্লির ভোটযুদ্ধ পেয়েছে আলাদা মাত্রা। ৭০টি আসনেই প্রার্থী দিয়েছে আপ। শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট। রাজধানী জুড়ে মোতায়েন ৪২ হাজার পুলিশকর্মী, ১৯০ কোম্পানি আধাসেনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, দিল্লিতে সকাল ১০টা পর্যন্ত ভোটদানের হার ৪.৩৩ শতাংশ। দিল্লির সিভিল লাইনসের বুথে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের সদস্যরা। গ্রেটার কৈলাসের ভোট কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন উপরাজ্যপাল অনিল বৈজল। তুঘলক ক্রেসেন্ট রোডে NDMC স্কুলে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভোট চলছে এখনও পর্যন্ত শান্তিপূর্ন ভাবেই।