গোটা বিশ্বে দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস | শত চেষ্টা করেও প্রতিহত করা যাচ্ছে না এই ভাইরাসকে | এই মারণ ভাইরাস ক্রমশ জটিল হচ্ছে বাংলায় | এই ভাইরাসের মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি চলছে টহলদারি | সোমবার বিকেলে কমব্যাট ফোর্স এর জওয়ানদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলো বউবাজার থানার পুলিশ। এলাকার বিভিন্ন অলিগলিতে চলে টহলদারী। একসঙ্গে সাধারণ মানুষকে সচতেন করতে মাইকিং করা হয়। লকডাউন অমান্য করলে প্রশাসনের তরফে যে কড়া আইনি পদক্ষেপ সেই বিষয় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়।