করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। আর সেই আতঙ্ক থেকে বাদ পড়ছে না খেলার ময়দানও।জানা গিয়েছে,শরীরের সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়ে এই মারণ করোনা ভাইরাস। আর এই আতঙ্কের জেরে শ্রীলঙ্কা সফরে গিয়ে হাত মেলাবেন না ইংরেজ ক্রিকেটাররা।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বেশ কয়েকজন ব্রিটিশ ক্রিকেটার গ্যাস্ট্রো সমস্যা ও ফ্লু-এ আক্রান্ত হয়েছিলেন। ১০ জন ক্রিকেটার ও ৪ জন সাপোর্ট স্টাফের রহস্যজনকভাবে অসুস্থতার কারণে ভুগতে হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলকে। তাই শ্রীলঙ্কা সফরে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ব্রিটিশ ক্রিকেটাররা। তাই হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে চাইছেন তাঁরা। শুধু তাই নয়, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত ভাল করে হাত ধোওয়া, ব্যাকটেরিয়া নিরোধক ওয়াইপস ব্যবহার বেড়েছে দলের মধ্যে।
অন্যদিকে এই করোনা আতঙ্কের জেরে শ্রীলঙ্কা সফরে সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে হ্যান্ডশেক ত্যাগ করে ভারতীয় কায়দায় হাত জোড় করে নমস্কারের রীতি ফিরিয়ে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে আপাতত করোনার জেরে শ্রীলঙ্কা সফরে কোনও সমস্যা হওয়ার ইঙ্গিত নেই বলেই সূত্রের খবর।