দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গিয়েছে। লকডাউন করেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। এরই মধ্যে কাশ্মীর ও নবি মুম্বইয়ে করোনার বলি ২। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দেশের দুই প্রান্তে অর্থাৎ প্রথমে কাশ্মীরের শ্রীনগরে, তারপরে নবি মুম্বইয়ের ভাশিতে করোনার বলি হল দুজন। এদিন শ্রীনগরের ডালগেট হাসপাতালে মৃত্যু হয় ৬৫ বছরের এক বৃদ্ধের। যা কাশ্মীরের প্রথম কোনও করোনা আক্রান্তের মৃত্যু। জানা গিয়েছে, আক্রান্তের ব্লাড সুগার, রক্তচাপজনিত সমস্যা ছিল। অপরদিকে, নবি মুম্বইয়ের এক মহিলার মৃত্যুর পর তাঁর রক্তের নমুনায় ভাইরাসের প্রমাণ মেলে। শ্রীনগর ও মুম্বইয়ের দুই মৃতের পরিবারের ক্ষেত্রেই জরুরি বন্দোবস্ত করা হচ্ছে। তাঁদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।