July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে উত্তাল বান্দ্রা, লাঠিচার্জ পুলিশের

করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকান না যাওয়ায় মঙ্গলবার ফের ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই মুম্বইয়ের রাস্তায় নেমে আসেন কয়েকশ মানুষ। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাণিজ্যনগরী মুম্বই। তারা মনে করেছিলেন এদিন লক ডাউন উঠলে বাড়ি ফিরতে পারবেন তাঁরা।

কিন্তু তা না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। মূলত তাঁদের দাবি, হয় তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হোক, নাহলে তাঁদের দুবেলা খাবার যোগানোর ব্যবস্থা করুক সরকার। তাঁদের এই বিক্ষোভ ঠেকাতে ও তাঁদের হটাতে শেষমেশ লাঠিচার্জ করেন পুলিশ। তাতে বেশ কয়েকজন জখম হন। মু্ম্বই পুলিশের এক আধিকারিক জানান, বিক্ষুব্ধরা সকলেই দিনমজুর। মূলত উত্তরপ্রদেশ এবং বাংলা থেকে এসেছেন। পটেল নগরী বস্তিতে থাকেন।