
শনিবার সন্ধ্যায় আচমকাই বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন ধরে যায় | রাত যত বাড়ে আগুনের লেলিহান শিখাও তত বাড়তে থাকে | আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বনকর্মীরা |
শনিবার হোলির উপলক্ষে শুশুনিয়া পাহাড়ে বনভোজন করতে এসেছিলেন অনেক ভ্রমণকারী | তবে সেখান থেকে আগুন ধরেছে কিনা তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব | স্থানীয় বাসিন্দারা দেখেন, পাহাড়ের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে | রাতের অন্ধকার থাকায় উপরে পৌঁছাতে পারেনি তারা |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা