November 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুরু হয়েছে টালা ব্রিজ ভাঙার কাজ, নজরদারির জন্য বাড়ানো হয়েছে সিসিটিভি

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টালা ব্রিজ ভাঙার কাজ। শুক্রবার মাঝ রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল টালা ব্রিজ। যদিও তার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই শুরু হয় টালা ব্রিজে ভার বহন কমানোর কাজ। এরপর ভার বহন কাজ কমানোর পর শুরু হবে মূল ব্রিজ ভাঙার কাজ। যদিও বিকল্প রাস্তার ব্যবস্থা হলেও ব্রিজ পুরোপুরি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। পথচারীদের সুবিধার জন্য টালা সেতুর পাশে একটা ফুট ওভারব্রিজ করতে চলেছে রাজ্য।

এছাড়া আর জি করের সামনে ফুট ওভারব্রিজ নিয়েও আলোচনা চলছে। তারসাথে সপ্তাহের শুরুতে যানজট এড়াতে কাশীপুর রোড, চিৎপুর রোড, খগেন চ্যাটার্জি রোডে পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। নজরদারির জন্য বাড়ানো হয়েছে সিসিটিভি। পণ্যবাহী গাড়ি চলবে মূলত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তবে শেষমেষ সোমবার থেকে ব্যস্ত রাস্তায় যানজট এড়ানোই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।