December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুনশান সৈকত শহর, পর্যটকহীন দীঘার বালুকাবেলায় একাই বইছে ঢেউ

যখন মহামারী করোনা ভাইরাসের জর্জরিত গোটা ভারত সহ বিশ্ব। তখন এ রাজ্যের প্রথম সারির পর্যটন কেন্দ্রে শিরোপা আদায় করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা পর্যটন কেন্দ্র। কয়েক হাজার হোটেল রয়েছে এই পর্যটন কেন্দ্র। প্রত্যহ দিন কয়েক হাজার মানুষের আনা গোনা থাকে গোটা সমুদ্র সৈকত এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এক শেষ প্রান্ত অবস্থিত সমুদ্র সৈকত দীঘা। দীঘার মানুষের রুটি-রুজির বলতে হোটেল, স্টল দোকান, ফটো তোলার এবং যাত্রী বহনকারী ভ্যান, অটো টোটো, ট্যাক্স।

হাফ সেঞ্চুরি করতে চলল লকডাউন। রুটি রোজগার সমস্ত বন্ধ। হেঁসেলে টান পড়েছে মধ্যবিত্তের কপালে। বন্ধ মার্কেট। মৎস্য জীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। সমস্ত হোটেল বন্ধ। চরম বিপাকে পর্যটন শিল্পে নির্ভরশীল মানুষদের সকলের একটাই প্রার্থনা, করোনা নামক এক অশুভ শক্তিকে দূর করে সুস্থ পরিবেশ স্থাপন করে আগের ছন্দে ফিরুক দীঘা। তবেই জুটবে দুমুঠো ভাত, প্রার্থনা দীঘা পর্যটন কেন্দ্রের বাসিন্দাদের।