সরস্বতী পুজো উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। ফলে অধিকাংশ বিভাগের সরকারি কর্মীরা শনি-রবি মিলিয়ে টানা পাঁচদিন ছুটি পাচ্ছিল। কিন্তু সেটা আর হল না। নবান্ন সূত্রে খবর, ট্রেজারি বিভাগের কর্মীদের মাসের শেষে পরপর পাঁচদিন ছুটি হলে, নির্ধারিত সময়ে কর্মীদের বেতন দেওয়া যাবে না। এই আশঙ্কা থেকেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে শুক্রবারের ছুটি বাতিল করা হল। ফলে ২৯,৩০,৩১ জানুয়ারি ছুটি ঘোষণা করা হলেও ৩১ জানুয়ারি সাধারণ দিনের মতোই অফিসে হাজিরা দিতে হবে ট্রেজারি কর্মীদের। এবং অন্যান্য দিনের মতোই কাজ করে যেতে হবে জেলাশাসক এবং ডিভিশনাল অফিসারের দপ্তরে সমস্ত ট্রেজারি কর্মীদের। সময়কালে কর্মীদের বেতন মেটাতে কোন সমস্যার সৃস্টি যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্তের বদল বলে জানা গিয়েছে।