July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শুক্রবার রাত থেকেই বন্ধ টালা সেতু, বিকল্প রুটে যান চলাচল

শুক্রবার রাত থেকেই বন্ধ টালা সেতু। সেতুর বন্ধের জেরে এবার বিকল্প রুটে চলবে বাস, মিনিবাস ও গাড়ি। জানা গিয়েছে, দক্ষিনগামী সমস্ত বাস ও মিনিবাস বিটি রোড থেকে চিড়িয়ামোড়, দমদম রোড নর্দান এভিনিউ রাজা মনীন্দ্র রোড মিল্ক কলোনি বেলগাছিয়া রোড ওই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছোবে এছাড়াও বিটি রোড চিড়িয়ামোড় পাইকপাড়া রাজা মনীন্দ্র বেলগাছিয়া রোড হয়ে পৌঁছনো যাবে শ্যামবাজার ছোট গাড়ি ওই বাস-মিনিবাস রুট ছাড়াও বিটি রোড, চিড়িয়ামোড়, খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, কেভিভি রোড, গিরিশ এভিনিউ, যতীন্দ্রমোহন এভিনিউ হয়ে পৌঁছবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। অন্যদিকে উত্তরগামী ছোট গাড়ি কেভিভি অ্যাভিনিউ থেকে কাশীপুর রোড, খগেন চ্যাটার্জি রোড হয়ে বি টি রোড, ইন্দ্র বিশ্বাস রোড, মন্মথ দত্ত রোড, রাজা মনীন্দ্র রোড, পাইকপাড়া হয়ে বি টি রোড পৌঁছবে। পাশাপাশি বেইলি সেতু পেরিয়ে বাঁদিকে ঘুরে ক্যানাল ইস্ট রোড, গজনবি সেতু পেরিয়ে রাজ চরণ সাধুখাঁ রোড হয়ে যাওয়া যাবে কলকাতা স্টেশন। তবে বিকল্প রুটের জন্য যাতে যানজট না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।