
ডিসেম্বরে শুরু থেকে শীতের জন্য অপেক্ষায় রাজ্যবাসী | তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে | শুক্রবার থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এমন টাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর | আপাতত জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই |
পুরোপুরিভাবে শীত পড়ার অপেক্ষায় শহরবাসী | তবে আগামী রবিবার পর্যন্ত কলকাতায় এবং আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে | আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পতনের তেমন কোনো সম্ভাবনা নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী