মৃত অবস্থায় খোঁজ পাওয়া গেল জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির আড়াই বছরের শিশুটির।এলাকার এক নদীর ধারের পাশে কচুরিপানার নিচে পাওয়া গেল ওই শিশুর মৃতদেহ।ইতিমধ্যে এক মহিলাকে পুলিশ আটক করেছে।ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বাড়িঘর ভাঙচুর করেন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশবাহিনী সহ জলপাইগুড়ি পুলিশের ডিএসপি কোতোয়ালি থানার আইসি ও উচ্চপদস্থ আধিকারিকরা।প্রসঙ্গত বাড়ির পাশে খেলতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেল আড়াই বছরের একটি শিশু।শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এলাকায়।হামিদ হোসেন নামে শিশুটিকে প্রতিবেশী এক মহিলার কোলে সকালে দেখা গিয়েছিল।অভিযোগ,তার কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা জানান,শনিবার সকাল এগারোটার নাগাদ আচমকাই উধাও হয়ে যায় হামিদ।এই ঘটনার পরই পুলিশ তদন্তে নামে এবং একজন মহিলাকে আটক করেন অপরদিকে তল্লাশি চালিয়ে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।ইতিমধ্যে শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।এলাকায় শোকের ছায়া।