October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শিশু চুরির গুজব, জনতার মারে মৃত ৩

নিজস্ব প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে গোটা দেশ জেরবার। এরকম পরিস্থিতিতে শিশু চুড়ির গুজব রটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের পালঘর এলাকায়। শেষে গনপিটুনিতে প্রান গেল তিন জনের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১০ জনকে। সূত্রের খবর, কিডনি বিক্রি করে টাকা উপার্জনের আশায় বেশ কয়েকটি শিশুকে চুরি করেছে এই অভিযোগে তিন ব্যক্তিকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপরেও হামলা চালায় তারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। বেশ কিছুক্ষণ পর পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালেই মারা যান ওই তিনজন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।