ভ্রমনস্থানে গিয়ে বিপত্তি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। সূত্রের খবর, এদিন পূর্ব শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি চার চাকার গাড়ি পাহাড়ের রেলিং টপকে সোজা খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান ২ জন। বিকট শব্দে ছুটে আসে শিলিগুড়ির কিউখোলার বাসিন্দারা। তৎক্ষনাৎ তারা পুলিশে খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ । এরপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় রোংলি হাসপাতালে ভরতি বাকি ৯ পর্যটক। মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মৃতদের নাম ঝরনা সাহা, ঋষিপ্রিয়া ঘোষ। আহত ও মৃতরা সকলেই বারাসতের বাসিন্দা। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ির চালকও। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওভারটেক করতে গিয়ে রাস্তার রেলিং টপকে খাদে পড়ে যায় গাড়িটি।