September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়াতে আনা হবে বদল, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষকদের এবার থেকে তাঁদের নিজের জেলার স্কুলেই নিয়োগ করা হবে,এমনই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াতেও বদল আনা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবিষয়ে বুধবার শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের প্রতি সম্মাননা। শিক্ষকরা আমাদের গর্ব। সেবার কাজে ছাত্রদের পাশে থাকতে পারবেন শিক্ষকরা। তেমনই নিজের সংসারে সময় দিতে পারবেন। বহু দূরে থাকলে আসতে-যেতে অনেক সময় লেগে যায়।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা দপ্তর এ বিষয়ে প্রশাসনিক কাজকর্ম শুরু করে দিয়েছে বলে জানান পার্থবাবু। তিনি জানান, বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনার পর বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।

রাজ্যের প্রতিটি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংখ্যা, কতজন ছাত্র, কতজন শিক্ষক রয়েছেন তার তালিকা তৈরি করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, “রুলটা করা হয়েছে যাতে সামগ্রিকভাবে নতুন প্রজন্ম শিক্ষক হতে চায় এবং সময়মতো শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়। দীর্ঘসূত্রিতায় না থাকতে হয়। স্বচ্ছতার সঙ্গে সবটা হবে। অতীতে স্বচ্ছতা থাকা সত্ত্বেও অনেকে নানা ধরনের প্রশ্ন করেছেন। এবার ইন্টারভিউ প্রক্রিয়াতে কিছুটা বদল করে দেওয়া হবে। সবটা ওয়েবসাইটে দেওয়া থাকবে। এরপর থেকে নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়ম মেনে হবে।” তারসাথে চুক্তিভিত্তিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।