শিক্ষকদের এবার নিজের জেলায় বাড়ির কাছে বদলির সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানা গিয়েছে, দেশ গঠন এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নেও শিক্ষকরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিতে পারবেন। একথাও ঘোষণা করেন তিনি। শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলের পাশাপাশি নিজের পরিবারেও সময় দিতে পারে তার জন্য এই সীধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ম চালু হলে কয়েক ঘণ্টা ধরে আর যাতায়াত করতে হবে না শিক্ষক-শিক্ষিকাদের।
তারা নিজের জেলায় বাড়ির কাছে বদলি নিয়ে তাদের যাতায়াতের বেশ কিছুটা সময় বাঁচাতে পারবেন। ফলে শিক্ষক-শিক্ষিকারা অনেকটাই স্বস্তি পাবেন। সূএের খবর, বাম আমল থেকে শিক্ষকরা নিজের বাড়ির কাছে বদলির জন্য চেষ্টা করে আসছিলেন। কিন্তু তখন তা কার্যকর করা হয়নি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব নিতেই শিক্ষা দপ্তর এই বদলির সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করে।