April 23, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শাহরুখের চোখের মনি তার ছোট ছেলে আব্রাম

ছোটছেলে আব্রাম শাহরুখের একেবারে চোখের মণি। সেই জন্মলগ্ন থেকেই আব্রামের প্রতি একটু যেন বেশিই ভালোবাসা শাহরুখের। এদিকে সারোগেসির মাধ্যমে আব্রাম জন্মের পর, তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানকে। তবে সেসব অতীত। এখন শাহরুখের ছোটপুত্র আব্রাম, বলিউডের জনপ্রিয় স্টারকিড। তা কোথা থেকে এল এই আব্রাম নাম? কেনই বা তাঁর এমন নাম রাখলেন শাহরুখ?

‘আপ কি আদালত’ টক শোয়ে আব্রামের নাম রাখার নেপথ্য়ের গল্প ফাঁস করেছিলেন শাহরুখ। শাহরুখের কথা, ”আসলে আমার দেশের মতো, আমার বাড়িতেও আমি ধর্মনিরপেক্ষতা রাখতে চেয়েছি। আমি মুসলিম, আমার বউ হিন্দু। তাই আমার সন্তানদের নামে বিষয়েও সেই ধারা মেনেছি। হজরত ইব্রাহিমের আরেক নাম আব্রাহম। যা বাইবেলে রয়েছে। আবার অন্যদিকে ইহুদিদের কাছে এই আব্রাহমই হল আব্রাম। অনেকই হয়তো এর সমালোচনা করবেন। কিন্তু আমাদের পরিবার এভাবেই ভাবে।”