September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে গেলেন পি কে

ময়দানের ঘাসে একদিন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু বয়সের থাবায় হাসপাতালের বেডেই কাটছে দিন। তিনি কিংবদন্তী ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জি, বা সবার প্রিয় পি কে ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। দিনকয়েক আগে হাসপাতালেও ভরতি হয়েছিলেন। তারপর একটু অবস্থা ঠিক হতে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শরীর ফের বিদ্রোহ শুরু করায় সোমবার তাঁকে ফের ভরতি করা হয় ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে । কিন্তু অবস্থার উন্নতি তেমন একটা হয়নি তাঁর, মঙ্গলবার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে পি কে কে, জানিয়েছেন চিকিৎসকরা। পালমোনোলজিস্ট ডাঃ নন্দিনী বিশ্বাস, ইন্টার্নাল মেডিসিন ডাঃ তন্ময় বন্দ্যোপাধ্যায়, ডঃ এল এন ত্রিপাঠি এবং ডাঃ সুনন্দন বসুর তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ চিকিৎকের দল পিকে বন্দ্যোপাধ্যায়ের দেখভাল করছেন। বাংলার ফুটবলের রাজপুত্রকে।