এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করছে ইডি | এখনো পর্যন্ত তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে মোট ৫৮ কোটি টাকা । এদিন সকাল থেকেই জেলার অভিযানে বেরিয়েছে ইডি কর্তারা | পাঁচটি গাড়িতে সিজিও থেকে বেরিয়েছেন আধিকারিকরা |
পার্থ অর্পিতার শান্তিনিকেতনের বিভিন্ন বাড়িতে তল্লাশি হতে পারে বলে জানা গিয়েছে | শান্তিনিকেতনে অপা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ | অপা, তিতলি ছাড়াও চারটে বাড়ির হদিস মিলেছে | এবার সেই সম্পত্তিগুলির খোঁজ করছে ইডি |
More Stories
আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি! তার আগে বদল হল নির্যাতিতার স্লোগান
ডাক্তারদের এবার কাজে ফেরার নির্দেশ
দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে, আপাতত রোদ ঝলমলে আবহাওয়া