October 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিএএ নিয়ে ব্যাখ্যা ময়দানের জনসভা থেকে

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে অশান্তির আবহের মধ্যেই রবিবার কলকাতা সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দরে নেমে রাজারহাটে এনএসজি’র নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এরপর সভামঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের মোদি সরকার ও জাতীয় নিরাপত্তায় এনএসজি-র ভূমিকা প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করে বলেন, ‘নরেন্দ্র মোদির আমলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে, এই সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক,এয়ার স্ট্রাইক হয়েছে। দেশের সুরক্ষায় এনএসজি অভূতপূর্ব কাজ করছে, জঙ্গি মোকাবিলায় এনএসজি বিশ্বের থেকে দু’কদম এগিয়ে।’

এনএসজি ভবন থেকে বেড়িয়ে শহিদ মিনারের পাদদেশে জনসভা থেকে বাংলার উদ্দেশে সিএএ, এনআরসি প্রসঙ্গে বিশ্লেষণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দেবার কর্মসূচিও রয়েছে অমিত শাহের।

সিএএ পাশ করানোর জন্য অমিত শাহকে অভিনন্দন জানানোর সভা করা হবে শহিদ মিনারে। সভার ক্যাচলাইন ‘আর নয় অন্যায়’। অমিত শাহের সভা থেকে বাংলায় ‘অন্যায়মুক্তি’ অভিযান শুরু— এমনটাই বক্তব্য বিজেপির।