বর্ষা মুরুসুমের আগেই তৎপর কলকাতা পুরসভা| শহরের নিকাশির লাইফ লাইন ম্যানহোলকে পরিষ্কার রাখার জন্য ৭৪ টি ম্যানহোল ডি সিলটিং মেশিন উদ্বোধন ফিরহাদের| ম্যানহোল দ্রুত পরিষ্কার এবং রোজ পরিষ্কার থাকলে কলকাতা অনায়াসেই জলমুক্ত হবে তাই ডি সিলটিং মেশিন আরও বাড়িয়ে দেওয়া হল| বৃষ্টির জল জমে এলাকাবাসীর যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে কলকাতা পৌরসভার এই উদ্যোগ|