করোনা আক্রান্ত এবার মুম্বাইয়ের তাজ হোটেলে 6 জন কর্মী | আক্রান্ত কর্মীরা বোম্বে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে | সূত্রের খবর, একটি বিবৃতির মাধ্যমে ইন্ডিয়ান হোটেলস কম্পানি এই কথা জানিয়েছেন শনিবার | তবে হাসপাতাল সূত্রের খবর, এই আক্রান্ত ব্যক্তিদের শরীরে কোনো লক্ষণ পাওয়া যায়নি |
এইরকম পরিস্থিতিতে হোটেলের লোক সংখ্যা এমনিতে অনেক কম, তাই মনে করা হচ্ছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে হয়তো খুব বেশি মানুষ আসতে পারেন নি | তবে ওই কর্মীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে | এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7529 জন | তারমধ্যে মৃত্যু হয়েছে 242 জনের | দেশের মধ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র | সেখানে 127 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্তে | এই পরিস্থিতিতে লকডাউনের সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |