September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শপথ লিলেন দ্রৌপদী মুর্মু

দেশের 15 তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্ম | ভারতের দরিদ্র জনজাতির কথা তুলে ধরলেন তিনি |

জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, এটি ভারতের প্রতিটি গরিবের সাফল্য | আমি যে গ্রামে জন্মেছি সেখান থেকে পড়াশোনা করাও স্বপ্নাতীত | দারিদ্র প্রতিফলিত পীড়িত আদিবাসীরা আমাকে প্রতিচ্ছবি হিসেবে দেখতে পারেন | এটি কোটি কোটি নারীর স্বপ্ন ক্ষমতা প্রতিফলন | ভাষণ টি হিন্দিতে দিয়েছিলেন তিনি | পরে উপরাষ্ট্রপ্রতি এম ভেঙ্কাইয়া নাইডু দ্রৌপদীর ভাষণটি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন |

এই ভাষণের কথার সূত্রে তিনি এক কবির কবিতা উদ্ধৃত করেন | উড়িষ্যা অঞ্চলের কবি, তার নাম ভীমা ভই |