July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লোনের টাকা দেওয়ার নামে অপহরণ করার অভিযোগে, আটক চার ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি বালুরঘাট: লোনের টাকা দেওয়ার নামে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় জয়প্রকাশ সরকারের মন্দির ট্রাস্টে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ। বুধবার পুলিশ পতিরাম এলাকার জয়প্রকাশ সরকারের মন্দিরের ট্রাস্ট গোপন ডেরায় হানা দিয়ে ১ কেজিরও বেশি সোনা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি ব্যাঙ্কের চেক, পাশ বই, ওয়াকি টকি, মার্সিটিস গাড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নতুন করে জয় প্রকাশ সরকারের নামে দুটি মামলা দায়ের হয়েছে। একটি ধর্ষণ ও একটি অপহরণের। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিব, ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি জয়ন্ত রায়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। প্রসঙ্গত, টাকা ধার দেবে বলে ভিন রাজ্য থেকে ডেকে নিয়ে মদ ব্যবসায়ী সহ ভিন রাজ্যের মোট চারজনকে আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে পতিরাম থেকে চারজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গতকাল রাতে পতিরাম থেকে জয়প্রকাশ সরকার, মনিশ পান্ডে রবীন্দ্র সিং বেদি ও বিকাশ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।