May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

লোডশেডিং এর মাঝেই অন্ধকার স্টেজে গান গাইলেন ইমন চক্রবর্তী

লোডশেডিং এর মাঝেই অন্ধকার স্টেজে গান গাইলেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী | দর্শক আসন থেকে জ্বলে উঠল একের পর এক মোবাইল ফোন | দর্শকদের এমন প্রতিক্রিয়া মুগ্ধ ইমন | হলদিয়াতে অনুষ্ঠান করতে গিয়ে দর্শকদের কুর্নিশ জানালেন সংগীতশিল্পী |

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিশদ জানিয়ে ইমান লিখলেন, “হলদিয়া কলেজের প্রোগ্রামে আমার পাখিদের স্মৃতি গানের মাঝে হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় | আর তার সাথে অফ হয়ে যায় কারেন্ট | গোটা অডিটোরিয়াম যখন অন্ধকারে আচ্ছন্ন সেই সময় দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জেলে তার শিল্পীকে আলো দেয় | এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছুই হতে পারে না একজন শিল্পীর কাছে” |