July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লোকসভা ভোটের আগে আচমকা CAA কার্যকর করা নিয়েও তোপ দেগেছেন মমতা

লোকসভা ভোটের আগে আচমকা CAA কার্যকর করা নিয়েও তোপ দেগেছেন মমতা। সোমবার বিকেল থেকেই খবর ছড়ায় আজই কার্যকর হবে সিএএ। খবর ছড়ানোর পরই তৎপরতা শুরু হয় নবান্নে। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তাঁর ‘মমতাবাণী’, “চিন্তা করবেন না। কোনও ভয় নেই। কারোর নাগরিকত্ব কাড়তে দেব না।”

তাঁর কটাক্ষ, “এটা ছেলের হাতের মোয়া। চাইলেই কালকে নাগরিকত্ব দিতে পারবে না। যদি এখন CAA করে বলে নাগরিকত্ব দিলাম, তবে কি এতদিন তারা নাগরিক ছিল না? নাগরিকত্ব বাতিল হলে, চুপ থাকব না। প্রতিবাদ করব। কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেলে চুপ করে থাকব না।” প্রসঙ্গত, CAA অনুযায়ী, ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ণের শিকার হয়ে যে হিন্দুরা এদেশে এসেছেন তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। সমালোচকদের দাবি, এই আইন বৈষম্যমূলক।