দিন দিন গোটা বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মারণ রোগের প্রকোপে মৃত্যুর সংখ্যাও। ইউরোপীয় দেশগুলিতে মাত্র এক দিনেই করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬ লাখ, ১৪ হাজার ৮৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। করোনাভাইরাসের নতুন ভর কেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা।
শনিবার পর্যন্ত নোভেলকরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ৪ হাজারে। এক দিনে ১৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ওই রোগে। সেখানে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। এর মধ্যে শুধু মাত্র নিউইয়র্কেই মারা গিয়েছেন ৪৫০ জন।
মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইটালি। সেখানে ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা বেশ বেড়েছে ভারতেও। শনিবার পর্যন্ত এদেশে আক্রান্ত হয়েছে ৯১৮ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় সরকার।