April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লাগাম ছাড়া দৈনিক সংক্রমনে চিন্তিত স্বাস্থ্য মহল

গোটা দেশের মধ্যে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি বেশি উদ্বেগ জনক | একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা | আগের থেকে অনেকটা বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | তবে প্রতিদিনই ওঠানামা করছে এই সংখ্যাটা | তবে এক ধাক্কায় অনেকটাই বাড়লো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 4.13 % | ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ডোজ পেয়েছে দেশবাসী |

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 21 হাজার 880 জন | যা আগের তুলনায় অনেকটা বেশি | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 60 জনের | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 25 হাজার 870 জন |