November 2, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লন্ডনের তীব্র ঠান্ডায় শুটিংয়ে পিছিয়ে গেল দেব-মিঠুনের ছবির শুটিং

নায়ক-প্রযোজক দেব (Dev), পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। হিটের হ্যাটট্রিক রয়েছে এই তিনমূর্তির। বক্স অফিসে রমরমিয়ে চলেছে ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’। এবার দেব-মিঠুন জুটির ‘প্রতীক্ষা’র পালা। তবে তার জন্য দর্শকদের একটু বেশিই অপেক্ষা করতে হবে। কারণ লন্ডনের তীব্র ঠান্ডায় শুটিংয়ে পিছিয়ে গেল নতুন সিনেমার শুটিং।

গত আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রতীক্ষা’র ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার খবর, লন্ডনে এই সময় প্রবল ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।