March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লটারি কেটে রাতারাতি কোটিপতি

ধনী হওয়ার স্বপ্ন ছিল। তাই প্রায়শই লটারির টিকিট কেনা। রবিবার তার ফলই পেলেন পেশায় দিনমজুর মুর্শিদাবাদের খড়গ্রামের বিকাশ মাল। লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। সূত্রের খবর, শনিবার বিয়েবাড়ি উপলক্ষে মারগ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন বিকাশ। রবিবার সকালে সেখান থেকে ফেরার পথে একটি দোকান থেকে ৬০ টাকার লটারির টিকিট কেনেন। বিকেলে মোবাইলে রেজাল্ট মেলাতে গিয়েই মিলে যায় টিকিটের সবকটি নম্বর। এরপর কাউকে কিছু না জানিয়ে সটান মারগ্রাম থানায় হাজির হন তিনি। পুলিশ আধিকারিককে বলেন, “বড়বাবু আমাকে বাঁচান। আমি লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছি।” গোটা বিষয়টি জানার পরই বিকাশকে আইনি সাহায্যের আশ্বাস দেন ওই পুলিশ আধিকারিক। ওই ব্যক্তি জানিয়েছেন, লটারিতে পাওয়ায় এই টাকা দিয়ে বাবা-মায়ের চিকিৎসা করাবেন। ছেলে-মেয়েকে জীবনের বড়ো হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অন্যদিকে তাঁর পরিবারের লোকেরা এই অর্থলাভের খবর পেতেই আনন্দের জোয়ারে ভেসেছেন।