September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লজ্জার হার থেকে শিক্ষা নিতে চান বিরাট, টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ কোহলিদের

কিউয়ি পেসার ও স্পিনারদের মারণকামড়ে একেবারে শয্যাশায়ী ভারতীয় ব্যাটিং। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে,মায়াঙ্ক আগরওয়াল,পৃথ্বী শ ও বিরাট কোহলির মতো সেরা ব্যাটিং অর্ডার থাকতেও বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার লজ্জার হার চুপ করিয়ে দিল কোহলিদের। তবে সোমবার ভারত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পর অনেকটাই সুর নরম অধিনায়কের। তাই আর টস হারের দোহাই না দিয়ে নিজেদের ভুলগুলোকেই তুলে ধরলেন।

এই হারের বিষয়ে বিরাটের ব্যাখ্যা, “ওয়ানডে-তে তাও আমরা লড়াই করেছিলাম। রান করতে পেরেছিলাম। কিন্তু এখানে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। বোলাররা এত ভাল পারফর্ম করার পরও তাও কোনও লাভ হল না। ফিরে গিয়ে দেখতে হবে কোথায় কী ভুল ত্রুটি হল। তারপর সেসব ভুল শুধরে নিতে হবে। নিউজিল্যান্ড এই আবহাওয়ায় নিঃসন্দেহে দারুণ খেলেছে। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ওরা।”