July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউন মধ্যে আগুনে পুড়ে ছাই মালদার এক শ্রমিকের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ লক ডাউন পরিস্থিতিতে আগুন লেগে বাড়ি-ঘর পুড়ে ছাই। ঘটনায় চাঞ্ছল্য ছড়াল মালদা জেলার হবিবপুর ব্লকের অর্ন্তগত জাজইল গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাত নারায়ন মন্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ওই ব্যক্তির বাড়ি। এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নেভানো হয়। সূত্রের খবর, নারায়ন বাবু ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে রয়েছেন। এই মূহুর্তে লক ডাউন জেরে আটকে পড়েছে ভিন্ন রাজ্যে। তাঁর বাড়িতে রয়েছে তার স্ত্রী অঞ্জলী মন্ডল ও ছেলে বিপ্লব মন্ডল। বাড়িতে একটি মাত্র ঘর সেটিও আগুনে পুরে ছাই। ঘরে থাকা খাবারের চাল, ডা্‌ আলু সহ আসবাবপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এলাকাবাসীদের অনুমান বাড়িতে কোন প্রদীপ জ্বলেনি সম্ভাবত ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা তৃণমূল তথা রাজ্যসভা সাংসদ মৌসুম নুর। এবং হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত সরকারের নেতৃত্বে চাল ডাল সহ ওই পরিবারের হাতে 6 হাজার টাকা তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে সৌগত সরকার বলেন, “নারায়ণ মন্ডলের স্ত্রী হাতে চাল, ডা্‌ল, আল্‌ সব্জি তুলে দেওয়া হল। এছারাও আগামী দুই মাস নারায়ণ মন্ডলের পরিবারের বাড়ির খাওয়ার ব্যাবস্থা দায়িত্ব আমরা নিয়েছি। নারায়ন মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল বলেন, “বাবা ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লক ডাউনে আটকে পড়েছে। বাড়িতে আমি আর মা ছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলোনা একটি মাত্র ঘর। গতকাল সন্ধ্যায় হঠাৎ কি করে আগুন লেগেছে তা আমরা বুঝে ওঠার আগে সব পুরে ছাই হয়ে যায়।”